কার্যকারিতা :
Viro Clear Plus উচ্চক্ষমতাসম্পন্ন একটি কার্যকরী
জীবানুনাশক, ইহা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ফাংগাস
ধ্বংস করে এবং ্রঁত মৃত্যুর হার কমায় ।
* বিভিন্ন রোগব্যাধি যেমন : মাছের ক্ষতরোগ, লেজ ও পাখনা পচা,
ফুলকা পচা, পেট ফোলা, পায়ুপথ ফোলা ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে
সহায়তা করে।
+ ব্যাকটেরিয়া এবং ফাংগাস জনিত সকল প্রকার রোগ প্রতিরোধে
প্রযোগমাত্রা:
+ ৫ মিলি প্রতি শতাংশে প্রতি ৩.৫-৪ ফুট পানির গভীরতা জন্য ও.
মাছের রোগের উপর ভিত্তি করে মাত্রা কম বেশি হবে।
রোগ প্রতিরোধে :
+ মাটি ও পানির সকল ধরণের বৈশিষ্ট্য ঠিক রেখে প্রতি ১৫ দিন
পর পর ৫ মিলি হারে ব্যবহার করতে হবে ।
রোগ প্রতিকারে :
* ৫-১০ মিলি হারে প্রতি শতাংশে ৩ থেকে ৫ ফুট পানির জন্য
ব্যবহার করন
হ্যাচারীতে ব্যবহার :
* হ্যাচারীর ট্যাংক ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ১০ লিটার
পানিতে ৫ মিলি জীবাণুনাশক।
+* ট্যাংকে ডিম ও হ্যাচলিং এর উপর আক্রান্ত ফাংগাস প্রতিরোধে
১০০০ লিটার পানিতে ১০ মিলি স্প্রে করে ব্যবহার করন
মাত্রা ও প্রয়োগবিধি :
+ প্রতিরোধে : ৩-৫ ফুট পর্যন্ত পানির গভীরতায় প্রতি শতাংশে
৩-৫ মিলি।
* প্রতিকার ₹ ৩-৫ ফুট পর্যন্ত পানির গভীরতায় প্রতি শতাংশে
৫-১০ মিলি। অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ।
ব্যবহারের সতর্কতা :
* সকাল ১০টা – বিকাল ৩ টার মধ্যে ব্যবহার করা ভালো । যদি
সকাল ৫টা – সকাল ৮টার মধ্যে ব্যবহার করা হয় তবে
ব্যবহারের পূর্বে অক্সিজেন পাউডার শতাংশে ৫-৬ গ্রাম হারে
ব্যবহার করতে হবে
* রাতে ও মেঘলা দিনে ব্যবহার করলেও ব্যবহারের পূর্বে
অক্সিজেন ব্যবহার করতে হবে।
ব্যবহারের পূর্বে অবশ্যই পানির (1 উপযোগী মাত্রা রাখতে
হ্বে।
সরবরাহ : ১০০ মিলি, ৫০০ মিলি
© Copyright 2022 inenco-bd.com - Inenco Agri Science
Leave a Reply